রাহুল মন্ডল, মালদা : বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার। বাবা পেশায় ছিলেন রেল কর্মী। শুক্রবার সকালে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কোয়াটার থেকে উদ্ধার রেল কর্মীর ঝুলন্ত দেহ এবং মেয়ের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা চলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রেলকর্মীর নাম শম্ভুনাথ চৌধুরী (৫৯)। মৃত মেয়ের নাম শলি কিরণ চৌধুরী (৩০)। তাদের বাড়ি বিহারের পাটনা এলাকায়। স্থানীয়দের অনুমান পারিবারিক অশান্তির জেরে রেল কর্মী কলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এবং মেয়ে বিষপান করে আত্মঘাতী হন। জানা গিয়েছে এর কর্মী এর স্ত্রী এবং ছোট মেয়ে গ্রামের বাড়ি পার্টনায় গিয়েছিলেন। এদিন সকালে বাড়ি ফিরেই দেখেন এমন কান্ড।
