IPL বেটিং চক্রের টাকা-সহ নোয়াপাড়ায় ধৃত তিন যুবক


বিশ্বজিৎ নাথ, কলকাতা : আইপিএল বেটিং চক্রের মোটা অংকের টাকা-সহ শ্যামনগর পিনকল মোড়ে ধৃত তিন যুবক। সোমবার গভীর রাতে শ্যামনগর পিনকল মোড়ে এন্টি ক্রাইম নাকা চেকিং চলাকালীন পলতার দিক।থেকে আসা একটি স্কুটিকে আটকায় পুলিশ। ওই স্কুটিতে তিন যুবক ছিল।

Three youths arrested in Noapara with IPL betting ring money

পুলিশ তল্লাশি চালিয়ে ওই স্কুটির ডিকির ভেতর থেকে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করে। সেইসঙ্গে পুলিশ ওই তিন যুবককে পাকড়াও করেছে। ধৃতদের নাম রোহিত কুমার সাউ, টি তারকেশ্বর রাও ও রিতেশ সিং। পুলিশ জানিয়েছে, ধৃত রোহিত খড়দা থানার পি কে বিশ্বাস রোডের বাসিন্দা, টিটাগড় এস এস পথের বাঁশবাগান এলাকায় টি তারকেশ্বরের বাড়ি এবং রিতেশ টিটাগড় আর পি গুপ্তা পথের বাসিন্দা। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, আইপিএল বেটিং চক্রের টাকা ছিল স্কুটির ডিকিতে। পুলিশ ধৃতদের স্কুটিটিকেও বাজেয়াপ্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *