সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ মে ২০২৩ :
তৃণমূল কতগুলো ব্যবসা খুব ভালো বোঝে, বোমের ব্যবসা ভালো বোঝে, বোমের নামে বাজির কথা বলে, তবে যে যা বোঝে, তাকে তার জন্য তারিফ করতে হবে ।জলপাইগুড়িতে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সিপিএমের জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার জলপাইগুড়ি সুবোধ সেন ভবনে সিপিএম নেতা মৃদুল দে ও কৃষক নেতা মদন ঘোষের স্মরণসভার আয়োজন করা হয়। এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন জলপাইগুড়িতে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, তৃণমূল কতগুলো ব্যবসা খুব ভালো বোঝে, বোমের ব্যবসা ভালোবোঝে, বোমের নামে বাজির কথা বলে, যে যা বোঝে, তাকে তারজন্য তারিফ করতে হবে। এছাড়াও তিনি তীব্র কটাক্ষ ছুড়ে দেন শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে! বলেন, বোমাবাজি, নিজেদের মধ্যে নিজেদের গন্ডগোল, এটা একটা জেলার ঘটনা না, যদি কোনো নীতি না থাকে, কোনো আদর্শ না থাকে, যদি মানুষের মতো মানুষ হয়ে পরিকল্পনা না থাকে, তাহলে যা যখন পাচ্ছ তা একেবারে দুহাতে খেয়ে নেও।” তার আরো কটাক্ষ,”একদিকে বলা হচ্ছে আমার কুড়মি ভাইরা এরকম কাজ করতে পারে না, তারা ইট মারতে পারে না, আবার অন্যদিকে কুড়মি ভাইদের গ্ৰেপ্তার করা হচ্ছে। দুইমুখো হলে এরকম হয়। এদিন অভিষেকের নবজোয়ার যাত্রা নিয়েও সমালোচনা করেন বিমান বসু। তিনি বলেন, এটা পদযাত্রা নয়, এটা হল গাড়ি যাত্রা।