জলপাইগুড়ি শহরে বাড়ছে টোটো ভাড়া; ভাড়া বৃদ্ধি নিয়ে খুশি নয় সাধারণ মানুষ

আগামীকাল থেকে জলপাইগুড়ি শহরে বাড়ছে টোটো ভাড়া। টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা থেকে একলাফে 15 টাকা করা হচ্ছে। টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে খুশি টোটো চালক ও টোটো ইউনিয়নগুলো। তবে এই ভাড়া বৃদ্ধি নিয়ে খুশি নয় শহরের সাধারণ মানুষ। যদিও পুরমাতার বক্তব্য সবদিক বিবেচনা করেই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

সংবাদদাতা, জলপাইগুড়ি : টোটো চালকদের দাবি মেনে দীর্ঘ 10 বছর পর জলপাইগুড়ি শহরে টোটোর ভাড়া বাড়তে চলেছে আগামীকাল থেকে। জলপাইগুড়ি পুরসভা ঘোষণা করেছে যে আগামী কাল থেকে জলপাইগুড়ি শহরে ন্যূনতম টোটোর ভাড়া যা এতদিন দশ টাকা ছিল আগামী কাল থেকে তা 5 টাকা বৃদ্ধি পেয়ে 15 টাকা হবে এবং তারপর প্রতি কিলোমিটার পাঁচ টাকা করে ভাড়া বৃদ্ধি পাবে। ভাড়া বৃদ্ধির এই ঘোষণায় খুশি টোটো চালক থেকে শুরু করে টোটো ইউনিয়ন। তবে জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষ টোটোর এই ভাড়া বৃদ্ধিতে খুশি নন। নিত্যযাত্রী থেকে পড়ুয়া সকলেই নিরাশ এই ভাড়া বৃদ্ধির ঘোষণায়। রাজ্যের অনেক শহরেই যেখানে এখনো টোটোর ন্যূনতম ভাড়া 10 টাকা সেখানে এই শহরে টোটোর ভাড়া বৃদ্ধিতে তারা নিরাশ হয়েছেন। তাদের দাবি ছিল শহরে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করে ন্যূনতম ভাড়া 10 টাকা রাখা হোক। সেইসাথে দূরত্ব মাপা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।

টোটোর ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে টোটো চালকরা জানিয়েছেন, তারা এই ভাড়া বৃদ্ধিতে ভীষণভাবে খুশি। তবে কিমি প্রতি ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত পুরসভা নিয়েছে। সেই প্রশ্নে তারা জানিয়েছে, কিলোমিটার মাপার জন্য এবার তাদের টোটোতে মিটার লাগাতে হবে।

ভাড়া বৃদ্ধিতে খুশি বিভিন্ন টোটো ইউনিয়নগুলো। আইএনটিটিইউসির শহর ব্লক সভাপতি পূন‍্যব্রত মিত্র জানান, ১০ বছর পর ভাড়া বাড়লো আমরা খুশি। আমরা সকল টোটো চালকদের বলেছি গাড়ির মাইল মিটার ঠিক করে নেওয়ার জন্য যাতে যাত্রী ও চালকদের মধ্যে ভাড়া নিয়ে কোন বচসা তৈরি না হয়।

সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, টোটো চালকরা খুশি। এটা তাদের জয়। তিনি বলেন, কিলোমিটার মাপা নিয়ে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এটাই বিষয় যে, যে যেখানে যাচ্ছিলেন এর আগে পর্যন্ত তারা যা ভাড়া দিচ্ছিলেন সেখানে যাওয়ার জন্য আগামীকাল থেকে সেখানে যাওয়ার জন্যই 5 টাকা করে বেশি ভাড়া দেবেন।

শহরে টোটোর ন্যূনতম ভাড়া কত হবে 10 না 15 টাকা। এ নিয়ে গত 27 শে মে আমরা আমাদের পেজে একটি মতামত সহরবাসীর কাছে জানতে চেয়েছিলাম। প্রচুর সংখ্যক মানুষ তাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে 90% মানুষ চাইছেন না টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা হোক তারা সকলেই চাইছেন পূর্বের মতো দশ টাকা ন্যূনতম ভাড়া থাকুক টোটোর। বরং তাদের দাবি ছিল শহরে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক এবং ভাড়া ন্যূনতম 1 কিমি 10 টাকা রেখে, এরপর প্রতি কিমি 5 টাকা করে বাড়ানো হোক।

এক শহরবাসী জানালেন, 10 টাকা ভাড়ায় অনেক সুবিধা ছিল। যাত্রী হিসেবে এই ভাড়া বৃদ্ধি সন্তোষজনক নয়। এখন প্রথম দুই কিলোমিটার 15 টাকা, তারপর প্রতি কিমি 5 টাকা করে বাড়বে। কিন্তু প্রশ্ন হল আমি কত কিলোমিটার যাত্রা করলাম কি করে বুঝবো। আশা করি পুরসভা কিলোমিটার অনুযায়ী একটা ভাড়ার তালিকা টোটো চালকদের হাতে তুলে দেবে। দেখা যাক কি হয়। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে পুরসভা টোটোর ভাড়া নিয়ে পুনর্বিবেচনা করবেন।

ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানিয়েছেন, সবদিক বিবেচনা করেই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আর কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি নিয়ে চিন্তিত হবার কিছু নেই। পুরসভা জায়গা নির্দিষ্ট করে কিলোমিটার অনুযায়ী রেট চার্ট তৈরী করে টোটো সংগঠনগুলোকে দিয়ে দেবে। সেই মোতাবেক ভাড়া নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *