তপ্ত গরমে পায়ে হেঁটে গুয়াহাটি থেকে কেদারনাথ যাত্রা যুবক অজয়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি : কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি শহর। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এটি হিমালয় পর্বতমালায় ৩, ৫৮৪ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। 

আসামের গুয়াহাটি থেকে যুবক অজয় দে উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছে পায়ে হেঁটে। গুগুল ঘেঁটে দেখা গেল প্রায় ২৩০২ কিমি পথ পাড়ি দিতে হবে অজয়কে বাবার দর্শনের জন্য। বৃহস্পতিবার যুবক অজয়ের সাথে জলপাইগুড়িতে দেখা হল জলপাইগুড়ি নিউজের প্রতিনিধির সাথে। ১৭ দিনে অজেয় গুয়াহাটি থেকে জলপাইগুড়ি এসে পৌঁছেছেন। এখনো বাকি দীর্ঘ পথ।

সকালে ৩১ নং জাতীয় সড়ক ধরে পায়ে চপ্পল গলিয়ে বাবার নাম নিয়ে এগিয়ে চলেছেন তিনি গন্তব্যের দিকে। তার এই যাত্রাপথে তার সাথে দেখা করছে অনেকেই। অনেকেই আবার শুভেচ্ছাও জানাচ্ছে তাকে। এ বিষয়ে অজয় দে জানান, আমি শিবের বিশাল ভক্ত।

তাই গুয়াহাটি বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছি তীর্থক্ষেত্র কেদারনাথ ধামের উদ্দেশ্যে। যাত্রাপথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু বাবার আশীর্বাদে সব বাধা বিঘ্নই দূর হয়ে যাচ্ছে। অজয় বাবু আরো জানান, প্রথমে তিনি ঠিক করেছিলেন বাইক নিয়ে যাবেন। কিন্তু তাতে এক বিশাল টাকা খরচ হবে। তাই তিনি হাঁটা পথ বেছে নেন। অজেয় হাসি মুখে জানান, তার অনুমান প্রায় তিন মাস সময় লাগবে কেদারনাথ ধামে পৌঁছে বাবার দর্শন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *