পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় সিবিআই হানা

বিশ্বজিৎ নাথ, কলকাতা : পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্য জুড়ে সিবিআই হানা। বুধবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর, কাঁচড়াপাড়া, পানিহাটি, টিটাগড়, নিউ ব্যারাকপুর, কামারহাটি, বরানগর পুরসভায় তল্লাশি চালায় সিবিআই অধিকারিকরা। তারা সমস্ত নথিপত্র ঘেঁটে দেখেন। তবে তদন্তে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ।

CBI has raided several municipalities in municipal recruitment corruption cases

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *