দম্পতির অস্বাভাবিক মৃত্যু : জীবিত কন্যাকে ভীতি প্রদর্শন অব্যাহত; ডিএসপির সাথে সাক্ষাৎ

জলপাইগুড়িতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর একমাত্র জীবিত কন্যাকে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন, ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশ ডেকে পাঠালো অভিযোগকারিণীকে।

সংবাদদাতা, জলপাইগুড়ি : গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি শহরের সমাজকর্মী দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আবারও সংবাদ শিরোনামে। উল্লেখ্য এই ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্ত জেল হেফাজতে থাকলেও মূল অভিযুক্ত জেলা যুব তৃনমূল নেতা আদালতের সুরক্ষা কবচ দ্বারা মুক্ত রয়েছেন। বুধবার মৃত দম্পতি অপর্না ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের একমাত্র জীবিত মেয়ে তানিয়া ভট্টাচার্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বার হতে দেখা যায়।

তানিয়া ভট্টাচার্য

পুলিস সুপারের কার্যালয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তানিয়া ভট্টাচার্য বলেন, আমাকে বিভিন্নভাবে পরিচিত লোকজন দিয়ে ভয় দেখানো হচ্ছে এখনো। এই বিষয়টি আমি জাতীয় মানবাধিকার কমিশনকেও জানিয়েছি। আজ জেলা পুলিশের ডিএসপি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তাই এসেছিলাম।

The daughter of the dead couple met the DSP
মৃত দম্পতি


উনি আমার কাছ থেকে সবটাই শুনলেন। ঘটনার পর নিজের নিরাপত্তার দাবি প্রসঙ্গে জানতে চাইলে তানিয়া দেবী ক্ষোভের সঙ্গে পুলিশ সুপারের কার্যালয় দেখিয়ে বলেন, আপনারাই এসপি’কে জিজ্ঞেস করুন এই নিরাপত্তা প্রদানের বিষয়ে কি হয়েছে তাহলেই মনে হয় ভালো। তানিয়া দেবী জানান, তিনি এখনো সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *