বিশ্বজিৎ নাথ, কলকাতা : বাম জমানায় পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারতো না। যারা মনোনয়ন জমা দিতেন, তাদের ধমকে মনোনয়ন প্রত্যাহার করাতেন হার্মাদরা। শুক্রবার রাতে শ্যামনগরে নবজোয়ার কর্মসুচি উপলক্ষে আয়োজিত সভায় হাজির হয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এদিন জগদ্দল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সভায় বামজমানায় শিল্পাঞ্চলের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কিন্থ বড় বড় বাম নেতারা কারখানাগুলো বাঁচানোর উদ্যোগ নেয় নি। তার দাবি, বামআমলে জগদ্দল বিধানসভা কেন্দ্রে হিন্দুস্থান লিভার, নিক্ক, রামস্বরূপ বন্ধ হয়ে গিয়েছে। সরকারি এনপিটি কারখানা এখন শেষের পথে। তবে তৃণমূল সরকার শিল্পাঞ্চলের টিকে থাকা কারখানাগুলো বাঁচানোর চেষ্টা করছে। এদিনের সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, কাউন্সিলর সত্যেন রায় ও প্রবীর বৈদ্য, তৃণমূল নেতা সঞ্জয় সিং, শ্যামল তলাপাত্র, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কর নাথ সাউ, গৌতম সরকার, ভরত যাদব প্রমুখ।
