একদিক খোলা সাদা শার্টে মোহময়ী রূপে ধরা দিলেন শ্রাবন্তী; মুহূর্তে ভাইরাল ছবি

জলপাইগুড়ি নিউজ, ডিজিটাল ডেস্ক : বাংলা সিনেমার অন্যতম চর্চিত অভিনেত্রীদের একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। 35 বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ের থেকে নিজের ব্যাক্তিগত জীবন নিয়েই চর্চায় থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি তিনটি ছবি পোস্ট করেছেন। যা ফের সাড়া ফেলেছে তাঁর অনুরাগীদের মধ্যে। ছবি তিনটিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে একটি সাদা শার্ট ও ডেনিম শর্টে। বিছানায় বসে আছেন শ্রাবন্তী। শরীরে রয়েছে সাদা রঙের শার্ট। যার একদিক খুলে পড়েছে। ফলে দেখা যাচ্ছে তাঁর স্তনযুগল। খোলা চুলে কামুক ভঙ্গিতে তাকিয়ে আছেন অভিনেত্রী।

ছবি তিনটিতে শরীরী আবেদন স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই ভক্তদের প্রশংসার পাশাপাশি ট্রোলের বন্যা বয়ে গেছে। অনেকেই খুব বিশ্রীভাবে ট্রোল করেছেন তাঁর শরীর নিয়ে। কেউ তাঁকে আন্টি বলেও সম্বোধন করেছেন। কেউ বলেছেন চতুর্থ প্রেমিক খোঁজার ব্যর্থ চেষ্টা। তবে এসব নিয়ে ভাবিত নন শ্রাবন্তী। তিনি এরআগেও অনেকবার ট্রোলের শিকার হয়েছেন।

মনেহয় অনুরাগীদের মন্তব্যগুলো উপভোগ করেন তিনি। শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রাবন্তী। সমসাময়িক প্রায় সব নায়কের বিপরীতে তাঁকে দেখা গেছে অভিনয় করতে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন বারবার তাঁর অভিনয় জীবনকে ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে। অভিনয়ের দক্ষতা মিলিয়ে গেছে তাঁর বিতর্কিত জীবনের আলোয়। তবে বর্তমানে শ্রাবন্তী তাঁর অভিনয় কেরিয়ার নিয়েই ফোকাস করতে চান। তিনি নিজের কাজের পরিমান অনেকটাই কমিয়ে ফেলেছেন। আগামীতে তাঁকে দর্শকরা তাঁকে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখতে পাবেন। এই ছবিটির পরিচালক শুভ্রজিৎ মিত্র, পুজোর পরেই সম্ভবত ছবির শুটিং শুরু হবে।

এছাড়াও শ্রাবন্তী কে দেখা যাবে অংশুমানের ছবি বাবুসোনা’তে। একশন আর কমেডির মিশ্রনে এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে। বাংলা সিনেমার নতুন এই জুটি আগামীতে কেমন সাড়া ফেলে সেটাই দেখার। তবে বলিউডে জোর গুঞ্জন পর্দার নতুন এই জুটি পর্দার বাইরেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে এর সত্যতা জানা যায় নি। দুজনের কেউই এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেন নি।

ছবি সৌজন্যে শ্রাবন্তী চ্যাটার্জী ফেসবুক পেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *