পারিবারিক অশান্তির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলো ছেলে

সংবাদদাতা, জলপাইগুড়ি : পারিবারিক অশান্তির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলো ছেলে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ঠাকুরের কামাত এলাকায়। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

The son killed his father by beating him with a bamboo due to a family dispute

মৃত ব্যক্তির নাম মানিক রায়। তিনি রাজমিস্ত্রির কাজ করতে‌ন বলে জানা গেছে। অভিযোগ, তাঁর ছেলে সঞ্জয় রায় ছোট থেকেই শিলিগুড়ি‌তে থাকতো। এদিন পারিবারিক অশান্তি‌র জেরে নিজের বাড়ি‌তেই বাবার ওপর হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে রীতিমতো হাত পা ভেঙে দেওয়া হয় মানিক রায়ের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ‌টি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। অভিযুক্ত‌ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা‌রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *