“ডার্ক ফ্যান্টাসি”র পর “বিনোদিনী” রূপে ভক্তদের বুকে ঝড় তুললেন টলিউড সুন্দরী মধুমিতা

পিনাকী রঞ্জন পাল : ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। মধুমিতা ববাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে এক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। প্রায়শই তিনি নিজের নতুন নতুন ছবি আপলোড করে ভক্তদের হৃদয়ে ঝড় তুলে থাকেন। কিছুদিন আগেই “ডার্ক ফ্যান্টাসি” শিরোনামে উত্তেজক ছবি পোস্ট করে শিরোনামে ছিলেন তিনি।

ডার্ক ফ্যান্টাসি

ওই ছবি দেখার পর অনেকেই তাকে বাংলার ” দিশা পাটানি” বলে অভিহিত করেছিল। তবে নেটিজেনদের এই ধরনের মন্তব্যের তিনি তোয়াক্কা করেন না।

এবার মধুমিতা ধরা দিলেন ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের “চোখের বালি”র বিনোদিনী রূপে। মধুমিতার পোস্ট করা তিনটি ছবিতে মধুমিতাকে দেখা গেছে সাদা শাড়ি পরে বিধবার বেশে কোথাও বসে, আবার কোথাও দাঁড়িয়ে থাকতে। তাঁর হাতে সুতো দিয়ে বাঁধা রুদ্রাক্ষ, আর গলায় পড়েছেন কণ্ঠী। ছবি ক্যাপশনে লিখেছেন “ভুলিতে নাহি পারি …”।

এই ছবির জন্য মধুমিতা কে সাজিয়েছেন সুমন গঙ্গোপাধ্যায়, কেশসজ্জার দায়িত্বে ছিলেন কুশল। ছবিগুলো তুলেছেন অভি নস্কর। আর পোস্ট করতে ছবিগুলো ভাইরাল হয়েছে। ছবির নীচে মন্তব্যের ঝড় উঠেছে। আর এই ছবিতেই বিনোদিনী তকমা পেয়েছেন মধুমিতা। অনেকেই জানতে চাইছেন মধুমিতা কি এবার বিনোদিনী চরিত্রে অভিনয় করতে চলেছেন। নাকি এটা নেহাতই একটি ফটোশ্যুট। কিন্তু যথারীতি নিঃশ্চুপ মধুমিতা।

মধুমিতার এই চুপ থাকা ভক্তদের কৌতুহল আরো বাড়িয়ে দিয়েছে। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে বিনোদিনী সাজে তাঁকে ভালোই মানিয়েছে। কিন্তু বাঙালির কাছে বিনোদিনীর নাম উঠলেই ভেসে উঠে ঋতুপর্ণ ঘোষের ছবির বিনোদিনী রূপী ঐশ্বর্য রাই বচ্চনের ছবিই।

তবে মধুমিতার ভক্তরা এবছর তাকে দেখেছেন বড়পর্দায় “দিলখুশ” ছবির পাশাপাশি ওয়েব সিরিজ “জাতিস্বরে”। আগামীদিনে তাঁকে দেখা যাবে “চিনি ২” এবং “যত কান্ড কলকাতাতে”।

ছবি সৌজন্যে মধুমিতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *