অভিষেক ব্যানার্জিকে রাজনীতি ছাড়ার নিদান দিলেন বিজেপি নেত্রী


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৬ জুলাই’২৩ : অভিষেক ব্যানার্জিকে রাজনীতি ছেড়ে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রচারের শেষ দিনে বৃহস্পতিবার নৈহাটি বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল বলেন, বিজেপি শাসিত কোনও রাজ্যে লক্ষ্মী ভান্ডারের মতো টাকা দেওয়া হলে অভিষেক রাজনীতি ছেড়ে দেবেন বলেছেন।

বিজেপি শাসিত আসামে ১২৫০ টাকা করে প্রত্যেক মহিলার একাউন্টে জমা পড়ে। মধ্যপ্রদেশে প্রত্যেক মহিলার একাউন্টে দুহাজার টাকা করে দেওয়া হয়। তাহলে অভিষেক কি এবার রাজনীতি ছাড়বেন প্রশ্ন টিব্রেওয়ালের। তৃণমূলের সেকেন্ডে ইন কম্যান্ডকে নিশানা করে তিনি বললেন, অভিষেক ব্যানার্জিদের চুরি করা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে।

BJP leader gave Abhishek Banerjee a diagnosis to quit politics

ওর পিসিই তো বলেছেন ছোট্টবেলা থেকেই ও নাকি চুরিতে হাত পাকিয়েছে। এদিন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর মোড় মাদারপুর হাই স্কুল পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ছাড়াও হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলার মহিলা মোর্চার সভানেত্রী পিয়ালী দুবে-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *