সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জুলাই’২৩ : জলপাইগুড়ি জেলার ১৪ টি বুথে আজ পুনঃনির্বাচন। সকাল ৭টা থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোট শুরু হয়েছে জলপাইগুড়িতে! সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে বুথের সামনে। সোমবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করেই ভোটারেরা ছাতা মাথায় নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ে। উল্লেখ্য জলপাইগুড়ি জেলায় ৫টি ব্লকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় ভোট শুরু হল। জলপাইগুড়ি জেলার ১৬৬০টি বুথের ভোট গ্রহন হলেও পুনরায় আজ ১৪টি বুথে ভোটগ্রহন করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকেই ৯ টি বুথে ভোট গ্রহন হচ্ছে। পাশাপাশি সদর ব্লকে দুটি, মেটেলি, মালবাজার ও নাগরাকাটায় একটি করে বুথে ভোট গ্রহন করা হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোট গ্রহন কেন্দ্রে ডিউটি করছেন। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।
