ডিজিটাল ডেস্ক : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই” কিছুদিন আগে শেষ হয়ে গেলেও মিঠাই ভক্তদের মনে এখনো তার রেশ রয়ে গেছে। মিঠাই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরাও নতুন নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে ধারাবাহিকের মুখ্য চরিত্র মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করা সৌমিতৃষা কুন্ডু এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন একজন সহজ সরল ঘরোয়া মেয়ের চরিত্রে। টিভির পর্দায় তাকে সবাই ভালোবেসেছিল সাদামাটা শাড়ি পড়া মোদক বাড়ির আদর্শ বৌ হিসাবে। দীর্ঘদিন একই চরিত্রে অভিনয় করলে অভিনেতা অভিনেত্রীরা টাইপকাস্ট হয়ে পড়েন।
দর্শকরা তাকে সেই ধরনের ভূমিকায় দেখতে অভ্যস্ত হয়ে যায় বা দেখতে পছন্দ করে। অনেক সময় অভিনেতা অভিনেত্রীরা সেই ইমেজ ভেঙে বেরিয়ে আসতে পারেন না, বা চাইলেও দর্শকরা তাদের গ্রহণ করেন না। আর তাই নিজের পরিচিত মিঠাই ইমেজ থেকে বেরিয়ে আসার জন্য একের পর এক হট শুট করে চলেছেন মিঠাই রানী। সোশ্যাল মিডিয়ার মিঠাই রানীর সেইসব খোলামেলা ছবি দেখে অনেকেরই চোখ কপালে উঠার জোগাড়।
মিঠাই শেষ হতেই সৌমিতৃষা কে দেখা যাবে অভিনেতা দেবের বিপরীতে “প্রধান” ছবিতে। তাই নিজের পরিচিত ইমেজ ভেঙে নতুন ইমেজ গড়তে মরিয়া মিঠাই রানী। আর মিঠাই রানীর বোল্ড লুকের সেই সব ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মিঠাই রানীকে দেখা গেছে ওয়ান সাইড অফ সোল্ডার গাউনে একেবারে মোহময়ী রূপে। মোদক বাড়ির সেই সাদামাটা বৌ খোলামেলা পোশাকে শরীরী হিল্লোলে এক্কেবারে সিক্সার হাঁকাচ্ছেন! হট রূপে মিঠাইকে দেখে হতবাক অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তার ছবি বা ভিডিওর নীচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।