সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই’২৩ : জলপাইগুড়ি পুরসভার পানীয় জলের গাড়ি পুরসভার কয়েকটি জায়গায় নষ্ট অবস্থায় পড়ে আছে। ফলে সেই সব গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি যাওয়ার উপক্রম হয়েছে।

শহরের নয়াবস্তি, জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ইত্যাদি জায়গায় পুরসভার পানীয় জলের গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। যদিও স্টেশনের পাশে থাকা গাড়িগুলো তুলে নিয়েছে পুরসভা। কিন্তু নয়াবস্তি এলাকার পানীয় জলের গাড়ি বা ট্যাঙ্ক এখনও পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, এই ধরনের খবর আমার কাছে নেই। সেরকম থাকলে সরিয়ে নেওয়া হবে।