সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জুলাই’২৩ : ডেঙ্গু মোকাবেলায় অগ্রণী পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুরসভা। ডেঙ্গু সচেতনতা নিয়ে মঙ্গলবার পুরসভার স্বাস্থ্য বিভাগীয় কক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর কোনো প্রভাব লক্ষ্য করা না গেলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছে জলপাইগুড়ি পুরসভা।
এদিন পুরসভার পুরমাতা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ডেঙ্গু সার্ভে সুপারভাইজার ও ওয়ার্ড সুপারভাইজাররা। পুরমাতা বলেন, ডেঙ্গু মুক্ত শহর গড়তে আমরা বদ্ধপরিকর। ডেঙ্গু রুখতে বাড়ি বাড়ি সার্ভে সহ বিভিন্ন কাজকর্ম নিয়মিত চলছে। সকলের কাছে অনুরোধ ওয়ার্ড সুপারভাইজারদের সকলে সহযোগিতা করুন তাদেরকে বাড়িতে ঢুকতে দিন। তারা বাড়ির সমস্ত এলাকা পর্যবেক্ষণ করবে এবং কোথাও জমা জল রয়েছে কিনা তাও দেখবে। যদি কোথাও জমা দেওয়ার জমে থাকে তাহলে আমরা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করব। সকলের সাথে যাতে সমন্বয় ভালো হয় তার জন্যই এই বৈঠকের আয়োজন বলে তিনি জানান।