সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ জুলাই’২৩ : খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ। এদিকে লোকালয়ে হরিণ দেখতে জনতার ভিড় জমে যায়। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট মেচেরবাড়ি এলাকায়। 
স্থানীয় গ্রামবাসীরা জানান, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ সম্ভবত গরুমারা জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল হরিণটি। এরপর গ্রামবাসীরা দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রামশাই বন দফতরের কর্মীরা, ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি রোড পশুপ্রেমী সংগঠনের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। রামশাই বন দপ্তরের কর্মীরা হরিণটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা যায়, হরিণটি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে চিকিৎসা করা হবে। চিকিৎসার পর যদি সুস্থ হয় তাহলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যুগল মন্ডল নামে এক গ্রামবাসী বলেন, ‘‘হরিণটি আকারে অনেকটাই বড় ছিল। মানুষ দেখে ভয়ে হরিণটি এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এরপর একজনের ঘরে ঢুকে যায়। কোনক্রমে হরিণটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর বন দফতরকে খবর দিই। বন দফতরের কর্মীরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
208