দেশের ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ি নাগরিক অধিকার রক্ষা মঞ্চ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ আগস্ট’২৩ : শুধু মণিপুর নয়, দেশের বিভিন্ন রাজ্যেই বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। মানুষের গণতান্ত্রিক অধিকারও প্রশ্নের মুখে। এমনই অভিযোগে তুলে সরব হল জলপাইগুড়ি নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। সোমবার রাতে জেলা সদরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে এক পথসভার আয়োজন করলেন মঞ্চের সদস্যরা। গণতন্ত্র ও নারীসমাজ কি আজ বিপন্ন? এই প্রশ্ন তুলে সোচ্চার হলেন বক্তারা। কর্মসূচীতে অতিথি হিসেবে হাজির ছিলেন উমেশ শর্মা, অম্লান মুন্সি, তপন কুমার ব্যানার্জি, বিপ্লব ঝা ও নব্যেন্দু মৌলিক সহ অন্যান্যরা। মঞ্চের আহ্বায়ক তথা আইনজীবী সুজিত কুমার সরকার বলেন, “গনতন্ত্র রক্ষা, নাগরিক সুরক্ষা, নারী নিরাপত্তা ও সম্মান রক্ষা” বিষয়ে পথসভার আয়োজন করা হয়েছে। মণিপুর জ্বলছে। এর পাশাপাশি এরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে একাধিক খুন, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বর্তমানে রাজ্য তথা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাদের পথসভায় মানুষের মনের কথারই প্রতিফলন ঘটলো বলে দাবি করেছেন সুজিতবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *