সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ আগস্ট’২৩ : জলপাইগুড়িতে হাইকোর্টের বিচারপতিদের বাসস্থান এলাকায় পুর নাগরিক পরিষেবা সহ একাধিক বিষয় নিয়ে পুর কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার সুজিত বসু। শুধু ওইসব এলাকায়ই নয়, সার্কিট বেঞ্চ এলাকার বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। ডেপুটি রেজিস্ট্রার শুক্রবার পুরমাতা পাপিয়া পালকে আলোচনার জন্য ডেকেছিলেন। সেই মতো এদিন চেয়ারম্যান, ৩ কাউন্সিলর সহ আধিকারিকদের সাথে সার্কিট বেঞ্চে পৌঁছান।
বৈঠক শেষে পুরমাতা বলেন, ১,৩ ও ১০ নম্বর ওয়ার্ডে বিচারপতিদের বাংলো রয়েছে। যেহেতু এক মাস টানা হাইকোর্ট চলবে তাই সেইসব এলাকার পানীয় জল, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হাইকোর্ট চত্বরে মহিলা ও পুরুষদের টয়লেট করার কথাও আলোচনা হয়েছে।
ডেপুটি রেজিস্ট্রার সুজিত বসু বলেন, বিভিন্ন বিষয় নিয়ে পুর কর্তৃপক্ষের সাথে সদর্থক আলোচনা হয়েছে।