সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ আগস্ট’২৩ : খাবার দেওয়ার পাশাপাশি রাজবাড়ি পুকুর পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করা হল জলপাইগুড়ি জলাভুমি সংরক্ষণ কমিটির তরফে। জলপাইগুড়ি রাজবাড়ি পুকুরে মাছের তুলনায় খাবারের জোগান কম দাবী উদ্যোক্তাদের । এই কারণে শনিবার পুকুরে মাছের খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় জলপাইগুড়ি জলাভুমি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। সমিতির সদস্য শুভদীপ দাস বলেন,
সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলছত্রের ব্যবস্থা করল মারোয়াড়ী যুব মঞ্চের জলপাইগুড়ি গ্রেটার শাখা