জলপাইগুড়ি টাউন স্টেশনে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উন্মোচন করলেন ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট২৩ : ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্প কেন্দ্রীয় সরকারের ভারতীয় রেলকে সুসজ্জিত আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে এক পদক্ষেপ।

এই পদক্ষেপের অন্তর্গত দেশের ৫০৮টি স্টেশনের সাথে সাথে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি টাউন স্টেশনেও আজ উন্নয়নের ভিত্তিপ্রস্তর, ভার্চুয়ালি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এই প্রকল্পে পশ্চিমবঙ্গে ৯৮ টি উন্নত মানের স্টেশন যাত্রীদের সুবিধার জন্য তৈরী হতে চলেছে। যার মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলায় রয়েছে সবচেয়ে বেশি স্টেশন চারটি। জলপাইগুড়ি টাউন ষ্টেশন ছাড়াও জলপাইগুড়ি রোড স্টেশন, নিউমাল রেল স্টেশন,ধূপগুড়ি স্টেশনের সম্পূর্ণ রূপ বদল করে এক নতুন আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি করা হবে। যেখানে থাকবে চলমান সিঁড়ি, লিফট, এটিএম কাউন্টার, পার্কিংয়ের সু-বন্দোবস্ত, সহ যাত্রীদের জন্য প্রতীক্ষালয়। আধুনিক মানের শৌচাগার নির্মাণ, আধুনিক মানের বাড়তি প্ল্যাটফর্ম তৈরি, টিকিট বুকিং ব্যবস্থা আধুনিক মানের করা, স্টেশন সৌন্দর্যায়ন এবং স্টেশনের নিরাপত্তা বৃদ্ধি। রবিবার এই উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নিউ জলপাইগুড়ি কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ার, বিধায়ক প্রদীপ কুমার বর্মা , বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ পদ্মশ্রী সারেঙ্গী বাদক মঙ্গলাকান্তি রায় সহ রেল দফতরের পদস্থ কর্মচারীরা। এদিন জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। এই প্রকল্পের উদ্বোধনে জলপাইগুড়ির সাধারণ মানুষ যেমন আনন্দিত তেমনি তারা চান জলপাইগুড়ি টাউন ও রোড স্টেশনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *