বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৬ আগস্ট’২৩ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সারা দেশে অমৃত ভারত স্টেশন প্রকল্পে ৫০৮ টি রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়নের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার মধ্যে বাংলায় আছে ৩৭ টি স্টেশন। এই ৩৭ টি স্টেশনের ঐতিহাসিক শহর ব্যারাকপুর স্টেশনও রয়েছে। ব্যারাকপুর স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬.৭ কোটি টাকা। এদিন ব্যারাকপুর স্টেশনে শিলান্যাস উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এডিআরও ( এম ও ) ভি কে সিং, সিনিয়র ডিইএন/১ শিয়ালদহ কার্তিক সিং, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর জেলার বিদায়ী সভাপতি সন্দীপ ব্যানার্জি, বিজেপির মুখপাত্র শীলভদ্র দত্ত, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, অভিনেতা তথা যুব নেতা কৌশিক রায়, কুন্দন সিং, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপা নন্দ মহারাজ প্রমুখ।
