বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ আগস্ট’২৩ : ডেঙ্গু প্রকোপ রুখতে ব্যর্থ ব্যারাকপুর পুরসভা। এই অভিযোগ তুলে বুধবার বিকেলে বিজেপি বারাকপুর ১ ও ২ মণ্ডল যুব মোর্চার উদ্যোগে ব্যারাকপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ শেষে তারা পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেন। 
বারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে বিজেপির কর্মীরা বারাকপুর পুরসভার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। উক্ত কর্মসুচিতে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, সহ-সভানেত্রী জিনিয়া চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জির অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে সমস্ত পুরসভা ব্যর্থ। আগামীদিনে এই জেলার সমস্ত পুরসভায় ঘেরাও আন্দোলন করা হবে। যদিও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, ব্যারাকপুরে কেউ ডেঙ্গুতে আক্রান্ত নেই। ওদের দলের সংগঠনে কেউ নতুন দ্বায়িত্ব পেয়ে হয়তো কর্মসুচি নিয়েছিলেন।
156