বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ আগস্ট’২৩ : মানুষের সুবিধার্থে শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অধীনস্থ ডিসি নর্থ জোনের অফিসের উদ্বোধন হল বুধবার। এই অফিসের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়ার প্রাক্তন পুর প্রশাসক গোপাল রাউত, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, কমিশনারেটের প্রধান অফিস মানেই ডিসি অফিস। আগে ডিসি নর্থ জোনের অফিস ব্যারাকপুরে ছিল। থানায় কোনও সমস্যা কিংবা অসুবিধা হলে এবার শ্যামনগরে অফিসটি হওয়ায় ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া ও নৈহাটি থানা এলাকার মানুষজন সরাসরি ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
