রাহুল মন্ডল, মালদা, ৯ আগস্ট’২৩ : ত্রিশঙ্কু অবস্থায় থাকা নাজিরপুর গ্রাম পঞ্চায়েত গঠন করল বিজেপি। পঞ্চায়েতের উপপ্রধান প্রধান বিজেপি দলেরই নির্বাচিত হলো। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের মানিকচক ব্লকের অন্তর্গত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সাতটি আসনে জয়ী হয়েছিলেন বিজেপি সদস্য, চারটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল এবং তিনটিতে সিপিআইএম প্রার্থীরা। বুধবার পঞ্চায়েত গঠনে প্রধান পদের জন্য তিনজন দাবিদার হয়ে যায়। বিজেপির সদস্য দেবাশীষ মন্ডল পাঁচজন সদস্যের সমর্থনে প্রধান হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে উপ প্রধান গঠনে বিজেপি ও তৃণমূল সমান হয়ে যায়। ফলে লটারির মাধ্যমে বিজেপি সদস্য প্রিয়াঙ্কা মন্ডল উপপ্রধান হিসেবে নির্বাচিত হন
