করলা নদীর জল ঘরে ঢুকে যাওয়ার কারণে বিপাকে বহু মানুষ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ আগস্ট’২৩ : গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৪৩.৪০ মিলিমিটার। অবিরাম বৃষ্টিপাতের কারণে ফুলে ফেঁপে উঠেছে শহরের মাঝ দিয়ে বয়ে চলা করলা নদী। করলা নদীর পার্শ্ববর্তী এলাকা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির কিছু অংশে শনিবার সকালেও নদীর জল ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে বহু মানুষকে।

Many people are in trouble due to the water of Karla river entering the house

শুক্রবার রাত এলাকায় পৌঁছে গিয়েছিলেন পুরমাতা পাপিয়া পাল এবং কাউন্সিলর সন্দীপ মাহাতো। আশ্রয় শিবিরে উঠে আসা জলমগ্ন মানুষদের সাথে তারা দেখা করে তাদের অসুবিধার কথা শোনেন। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী দাস শুক্রবার রাতে জানান, তারা জলবন্দি প্রায় সকলকেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন। সকলকের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তিনি সবসময় বিষয়টির ওপর নজর রাখছেন। এখানকার এই সমস্যা বহু পুরোনো। সুইচ গেট সহ উঁচু করে বাঁধ নির্মাণ না হলে এই সমস্যা দূর হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *