বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় ভাঙল শ্যামনগর ২৩ নম্বর রেলগেট

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৬ আগস্ট’২৩ : শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেট। এই গেটের যথেষ্ট গুরুত্ব আছে। গেটের একপাশে ব্যস্ততম ঘোষপাড়া রোড, আরেকপাশে ফিডার রোড। আর এই ফিডার রোড মিশেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে। ২৩ আগস্ট বুধবার সকালে বেপরোয়া বাইকের ধাক্কায় ভেঙে গিয়েছিল এই ২৩ নম্বর রেলগেট। শনিবার সকালের দিকে মিনি ট্রাকের ধাক্কায় ফের ভাঙল ওই গেট।

Shyamnagar railway gate number 23 was broken by the reckless mini truck

এর ফলে দীর্ঘক্ষন গেট পেরিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রেল অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গেটটিকে মেরামতি করেন। তারপর উক্ত গেট দিয়ে ফের যান চলাচল স্বাভাবিক হয়। বারংবার গেট ভাঙায় এবং দীর্ঘক্ষণ গেট পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয় ঘোষপাড়া রোড ও ফিডার রোডে। যানজটের হাত থেকে মুক্তি পেতে স্থানীয় কংগ্রেস নেতা বিপুল ঘোষাল আন্ডারপাসের দাবি করলেন। এমনকি আন্ডারপাস গড়ার ব্যাপারে তিনি স্থানীয় সাংসদকেই এগিয়ে আসতে বললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *