অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে সংবর্ধনা জলপাইগুড়ি যুব তৃণমূলের কৰ্মীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর’২৩ : তৃণমুল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে সংবর্ধনা জানালো জলপাইগুড়ি যুব তৃণমূলের কৰ্মীরা। শনিবার বেলা দেড়টা নাগাদ পাহাড়পুর মোড়ে শতাধিক যুব তৃনমূল কর্মী ব্যানার পোস্টার হাতে নিয়ে তার কনভয়কে দাঁড় করানোর চেষ্টা করে। উল্লেখ্য যুব কর্মীদের দেখে কনভয়ের গতি কমে গেলে যুব কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানায়।

Jalpaiguri Yuva Trinamool workers welcome Abhishek Banerjee with flowers

এদিন বাগডোগরায় নেমে সড়ক পথে ধুপগুড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দোপাধ্যায়। উল্লেখ্য, ধুপগুড়ি উপ-নির্বাচনের প্রচারে যাওয়ার পথে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে সংবর্ধনা জানায় যুব তৃণমূল। যুব তৃনমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, অভিষেক বন্দোপাধ্যায় জলপাইগুড়ির ওপর দিয়ে ধুপগুড়ি যাবেন, আর যুব কর্মীরা তাকে অভিবাদন জানাবেন না, সেটা কিভাবে হয়। তাই খুব কম সময়ের মধ্যে তাকে ফুল দিয়ে অভিবাদন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *