সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর’২৩ : ভোট প্রচারে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, শনিবার ধুপগুড়িতে নির্বাচনী প্রচারে এসে ৩১ শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে বলে ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রবিবার ধুপগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘অভিষেক কে? তাকে কে এক্তিয়ার দিয়েছে যে কোথায় মহকুমা হবে কি হবে না।

অভিষেক কি রাজ্য মন্ত্রী সভার কোন সদস্য, নয়। উনি আমার মতো একজন সাধারন সাংসদ। অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি অপমান করছেন। জানিনা মুখ্যমন্ত্রী কেন এসব সহ্য করছেন। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত। অভিষেক কেই মুখ্যমন্ত্রী বানিয়ে দিন তাহলে, সুপার সিএম। সিএমের উপরে সিএম। আমরা এনিয়ে অভিযোগ জানাবো। তবে এত ছোট মাপের নেতা এসব করছে, আমরা খুব একটা পাত্তা দিতে চাইছি না।