কামাখ্যা দর্শনে আর আসাম ছুটতে হবে না জলপাইগুড়িবাসীকে

সংবাদদাতা, জলপাইগুড়ি,৬ সেপ্টেম্বর’২৩ : কামাখ্যা দর্শনে আর আসাম ছুটতে হবে না জলপাইগুড়িবাসীকে। এবার বুর্জ খলিফা আর কেদারনাথের মন্দিরের পর এবার কামাখ্যা মন্দিরে আদলে তৈরি হচ্ছে জলপাইগুড়ি নবারুণ সংঘের কালীপুজোর মণ্ডপ।

The people of Jalpaiguri no longer have to run to Assam to see Kamakhya

জন্মাষ্টমীর শুভ লগ্নে খুঁটি পুজো অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো কমিটির মণ্ডপ তৈরীর কাজ শুরু হয়। এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও নিতাই কর সহ অন্যান্যরা। ক্লাবের পুজো কমিটির সম্পাদক রাজেশ মন্ডল জানান, আমাদের আজ কালি পুজোর খুঁটি পুজো করা হল। গতবার আমরা কেদারনাথের মন্দির করেছিলাম যা সকলের মন জয় করেছিল। এবার আমাদের থিম কামাখ্যা মন্দির। এবার আমাদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করছে। এবছর আমাদের পূজার বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা। আশা করছি এবারও আমাদের পুজো সকল শহরবাসীর মন জয় করবে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *