অবশেষে রাজধানী এক্সপ্রেস মালদা হয়ে চলাচল করবে, টিকিট বুকিংয়ের সূচনা হল

আমিরুল ইসলাম, মালদা, ১৭ সেপ্টেম্বর’২৩ : এবার থেকে মালদা হয়ে চলবে রাজধানী এক্সপ্রেস। মালদাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের নতুন স্টপেজের জন্য পিআরএস এবং ইন্টারনেট কাউন্টারগুলির মাধ্যমে টিকিট বুকিংর উদ্বোধন হল। রবিবার সকালে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে বুকিংয়ের সূচনা করেন। এই উপলক্ষে রবিবার সকাল ৯টায় মালদা টাউন স্টেশনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী ১৫ই জানুয়ারি ২০২৪ আগরতলা থেকে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন-ভাগলপুর হয়ে বাঁকানো রুটে মালদা টাউন, ভাগলপুর, জামালপুর এবং পাটনা স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দিয়ে উভয় দিকে যাতায়াত করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সংসদ খগেন মুর্মু, বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী ও বিধায়ক গোপাল সাহা, পূর্ব রেলের মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিকাশ চৌবে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে ডিআরএম বিকাশ চৌবে জানান,২০৫০১ আগরতলা – আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস মালদা টাউন-ভাগলপুর হয়ে চলবে। আগামী ১৫-০১-২৪ তারিখে সোমবার আগরতলা থেকে বিকাল ৩-১০ যাত্রা শুরু করে ১৬-০১-২৪ মঙ্গলবার বেলা তিনটে মালদায় পৌঁছবে বুধবার আনন্দবিহার পৌঁছাবে সকাল১০:৫০ এবং ফিরতি যাত্রায় ২০৫০২ এদিন অর্থাৎ ১৭-০১-২৪ আনন্দ বিহার – আগরতলা তেজস রাজধানী যাত্রা শুরু করে বৃহস্পতিবার ১৮-০১-২৪ বৃহস্পতিবার বিকেল ৪:২৫ এ মালদায় পৌঁছাবে এরপর শুক্রবার বেলা ৩:৪০ আগরতলা পৌঁছবে। উভয় যাত্রাপথেই মালদা টাউন স্টেশনে ট্রেন টি ১০ মিনিট করে দাঁড়াবে। এ ছাড়াও যাত্রার উভয় দিকেই এই ট্রেন থামবে আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, হোজাই, গুয়াহাটি, রাঙ্গিয়া, বারপেটা রোড, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, পাটনা, পেন্টা দীনদয়াল উপাধ্যায় জং এবং কানপুর সেন্ট্রাল স্টেশন। তিনি আরো জানান অত্যাধুনিক এলএইচবি রেক সহ এই তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম এসি, দ্বিতীয় এসি,ও তৃতীয় এসি সহ মোট ৯৭২টি বার্থের ব্যবস্থা থাকবে। আরো জানা গেছে মালদা ডিভিশনের জন্য মোট ৫৪ টি আসন বরাদ্দ করা হয়েছে। খগেন মুর্মু জানান, দীর্ঘদিন ধরে রাজধানী এক্সপ্রেসের মালদায় স্টপেজে দাবি ছিল। এ নিয়ে বিগত ২০১৯ সাল থেকে আমি রেলমন্ত্রীকে চিঠি করে চলেছি। অবশেষে রেলমন্ত্রী ওশ্বিনী বৈষ্ণবজি আগরতলা থেকে আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের রুট পরিবর্তন করে স্টপেজ মালদায় দেওয়ার কথা ঘোষণা করেছেন। এজন্য তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি রেলের মানচিত্রে মালদাকে তুলে ধরার জন্য গনি খান চৌধুরীর অবদানের কথা ও স্বীকার করেন। পাশাপাশি তিনি আরো জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রেল মন্ত্রক পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ৫০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। আগামী দিনে মালদা থেকে দক্ষিণ ভারতে যাওয়ার জন্য একটি ট্রেনের ব্যবস্থা করার জন্য তিনি চিঠি দিয়েছেন এবং দেখা করে মৌখিকভাবে জানিয়েছেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *