জলপাইগুড়ি আর্ট গ্যালারীতে নাচ, গান, সিনেমার অভিনয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ সেপ্টেম্বর’২৩ : জলপাইগুড়ি’র আর্ট গ্যালারী ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করল এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিনয়ের মধ্য দিয়ে সিনেমার শিল্পীদের তুলে আনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে জানালেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শহরের আর্ট গ্যালারী বহু পুরোনো, শহরবাসীর ও শিল্পীদের আবেগ জড়িয়ে রয়েছে এই আর্ট গ্যালারীকে কেন্দ্র করে। এসজেডিএ রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকলেও খুব একটা আধুনিক পরিষেবা এখনও চালু হয়নি আর্ট গ্যালারীকে কেন্দ্র করে বলে দাবি।

এসজেডিএ তরফে জানানো হয় সম্পূর্ণ আর্ট গ্যালারী নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। মঞ্চ আধুনিক নকশায় করা হবে। শীততাপ নিয়ন্ত্রণের সব যন্ত্র নষ্ট। এই কারণে নতুন করে সেন্ট্রাল শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে। এছাড়া আর্ট গ্যালারীর ভিতরে শিল্পীদের বসার ঘর আধুনিকভাবে তৈরি করা হবে। আর্ট গ্যালারীর বাদিকে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে রেস্তোরাঁ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নায্য মূল্যে সেখানে খাবার পাওয়া যাবে। এছাড়া সৌন্দর্যায়নের উপর জোড় দেওয়া হয়েছে এর জন্য সম্পূর্ণ আর্ট গ্যালারীকে নতুন করে রঙ করার পাশাপাশি ফোয়ারার ব্যবস্থা করা হচ্ছে জানালেন এসজেডিএ চেয়ারম্যান।

SJDA took the initiative to decorate the art gallery of Jalpaiguri

অন্যদিকে সারাবছর নাচ, গান, সিনেমার অভিনয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং ‘মেধা’ বলে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এসজেডিএর উদ্যোগে। সেখানে জেলার বিভিন্ন শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন বলে জানালেন এসজেডিএ চেয়ারম্যান। তিনি বলেন,” ‘মেধা’ কর্মসূচি জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারী ও রাজবাড়ি দিঘি চত্বরে হতে চলছে। অন্যদিকে দার্জিলিং জেলার শিলিগুড়িতে রবীন্দ্রভবনে হবে। মূল অনুষ্ঠান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *