সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর’২৩ : আজ, মঙ্গলবার গনেশ পূজা। হিন্দু শাস্ত্র অনুসারে, সুখ-সমৃদ্ধির দেবতা শ্রী গণেশের জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। তাই প্রতি বছর এই সময় মহা ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। গণেশ চতুর্থীতে গণপতির আরাধনা থেকে বাদ পড়েনি শহর জলপাইগুড়িও।

জলপাইগুড়ি পাণ্ডাপাড়া যুব শক্তি ক্লাবের আয়োজনে এবার গনেশ পুজোর বিশেষ আকর্ষন ৫১ কেজি ওজনের সুবিশাল লাড্ডু। গণেশ পুজোতে প্রধান মিষ্টি ভোগ হিসাবে লাড্ডু দেওয়া হয়। আর এবার ৫১ কেজি ওজনের লাড্ডু ভোগ দিয়ে গণেশের আরাধনা করবে জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়ার যুবশক্তি ক্লাবের সদস্যরা।

তিনদিন ধরে জয়নগর থেকে আগত কারিগররা গণেশের ভোগের জন্য ৫১ কেজির লাড্ডুটি তৈরি করেছেন। যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা। পুজো শেষে এই লাড্ডুভোগ প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে।

এবছর এই ক্লাবের প্রথম বর্ষের গনেশ পুজো। মঙ্গলবার ফিতা কেটে পুজোর উদ্বোধন করেন জলপাইগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা সরকার। পান্ডাপাড়া ১০ নং গলিতে গনেশ পুজোকে কেন্দ্র করে বিরাট আয়োজন হয়েছে। শহরের বুকে এর আগে এত বড় লাড্ডু দিয়ে গনেশ পুজো আগে হয়নি স্বাভাবিক ভাবে গনেশ পুজোর লাড্ডু দেখতে ও প্রসাদ পেতে ভক্তদের ঢল নামবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।যুবশক্তি ক্লাবের সদস্য শ্যাম সাহা জানিয়েছেন, আমরা ৫১ কেজি লাড্ডু দিয়ে গজানন বাবার ভোগ দেব। একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। জলপাইগুড়ির কোথাও একান্ন কেজির লাড্ডু হয়েছে কিনা সন্দেহ আছে।