সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর’২৩ :
সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক দপ্তরে আবেদন জানিয়েও মেলেনি কোন সুরাহা, এমতাবস্থায় শুক্রবার পশ্চিমবঙ্গ ল” ক্লার্কস আ্যসোসিয়েশানের উদ্যোগে রাজ্যজুড়ে বিক্ষোভ, পথ অবরোধের ডাক দেয় সংগঠনের তরফে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শুক্রবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া মোড়ে অবরোধ কর্মসূচী পালন করা হয় ‘ল” ক্লার্ক আ্যাসোসিয়েশনের তরফে।

সংগঠনের দাবী একদিকে রাজ্যের অধিকাংশ আদালতের ভগ্নদশা, নেই শৌচাগার, নেই বসার জায়গা, অন্যদিকে দালাল চক্রে ভরে গেছে আদালত চত্বর। এই ধরনের 12 দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ডাকে শুক্রবার জলপাইগুড়ির সমাজ পাড়া মোড় অবরোধ করে ল” ক্লার্ক এসোসিয়েশনের কর্মীরা।

সংগঠনের তরফে সঞ্জীব বাগচী জানান, দীর্ঘদিন ধরে তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন বিধিন্ন দপ্তরে কিন্তু আজ পর্যন্ত তার কোন সুরোহা হয়নি। এর আগেও একাধিক বার তারা আদালত চত্বরে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভ করেছেন, তাতেও টনক নড়েনি উদ্ধতন কর্তৃপক্ষদের। অভিযোগ তাদের কর্মীদের সংখ্যাটা দিন দিন বাড়ছে কিন্তু পরি কাঠামো ঠিক নেই আদালতে। তারা বসে যে কাজ করবেন সেই ব্যবস্থা নেই, এছাড়াও নেই শৌচাগার। অন্যদিকে গোটা আদালত চত্বরে ভরে গেছে দালাল চক্রে, এভাবে বেশি দিন চলতে থাকলে আগামী দিন ভয়াবহ রূপ নেবে তাদের কর্মসংস্থানের। তাদের দীর্ঘদিনের এই সমস্যা গুলি যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনের পথ বেছে নেবেন তারা।