বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ সেপ্টেম্বর’২৩ : রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবার ডেঙ্গু মোকাবিলায় পথে নামলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। শুক্রবার বেলায় তিনি কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেটের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের কিছু জায়গায় জল জমে থাকা কিংবা কোথাও স্ক্যাপ মেটিরিয়াল পড়ে থাকা তাঁর নজরে আসে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, মেডিকেল কলেজের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় ছোট ছোট সমস্যা তাঁর নজরে এসেছে। সেই সমস্যাগুলো তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এনেছেন। ডেপুটি মেয়র বলেন, পুরসভার কনজারভেন্সি টিম নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় যেখানে ময়লা-আবর্জনা কিংবা জমাজল রয়েছে, তা সাফাই অভিযান করা হবে।