ঘরে ফিরলেন এশিয়ান গেমসে সোনা জয়ী মেয়ে রিচা ঘোষ

সংবাদদাতা, শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বর’২৩ : চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ।

এদিন বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামতেই রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে।

Asian Games gold winning girl Richa Ghosh returned home

এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল বেশ টাফ ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে। শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় রিচা।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *