সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ সেপ্টেম্বর’২৩ : রাতের বেলায় শোওয়ার সময় মশারি ব্যবহার করতে হবে। আবার ডেঙ্গু রোগ সেরে যাওয়ার পরে যে সমস্ত রোগী আইসোলেশনে আছেন তাদের কমপক্ষে ১৪ দিন ২৪ ঘন্টা মশারির নীচে থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এবার এই ভাবেই মশারি ব্যবহারের পরামর্শ দিয়ে পুরসভা এলাকায় প্রচার চালাবে স্বাস্থ্য কর্মীরা। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে জেলা শাসক শামা পারভীনের উপস্থিতিতে চারটি পুরসভা নিয়ে বৈঠক করে জেলা স্বাস্থ্য দপ্তর। বৈঠকে, ডেঙ্গু প্রতিরোধে একাধিক কর্মসুচির মধ্যে এই মশারির বিষয়টিও রয়েছে।
যদিও জেলা জুরেই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসুচি চালানো হচ্ছে। যার মধ্যে গার্ভেজ ক্লিনিং, ছাড়াও কোথাও যাতে জল জমে না থাকে তার জন্য বাড়ি বাড়ি সার্ভে, নিকাশি নালা পরিস্কার রাখা। কিন্তু তার পরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান হয় জেলা শাসক সহ বৈঠকে উপস্থিত পুরসভার জনপ্রতিনিধিদের।
জেলা শাসক শামা পারভীন বলেন, বিশেষ কিছু সমস্যা নেই। তবে সাফ সাফাই নিয়ে এই মাসটায় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, সাফাইয়ের দিকে যেমন নজর রাখা হচ্ছে, একই ভাবে বাড়ি বাড়ি সার্ভের সময় মশারি ব্যবহার নিয়ে প্রচার শুরু করা হচ্ছে।