সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ সেপ্টেম্বর’২৩ : গুরুর প্রয়ানে শিয্য দায়িত্ব নিল গুরুর হাতে তৈরি অর্ধ সমাপ্ত প্রতিমা সম্পূর্ণ করার। দুর্গা পুজার আগেই মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের প্রবীণ মৃৎশিল্পী হরেন পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এদিকে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্গা প্রতিমার বায়না নেওয়া হয়েছিল। চলছিল সেই সব প্রতিমা নির্মাণের কাজ। কিন্তু হঠাৎ করেই প্রবীণ মৃৎশিল্পীর মৃত্যুতে সেইসব প্রতিমা নিয়ে চিন্তিত হয়ে পড়ে প্রয়াত মৃৎশিল্পীর পরিবারের লোকজন।

পরিস্থিতি অনুধাবন করে গুরুর অর্ধ সমাপ্ত প্রতিমা সম্পূর্ণ করার দ্বায়ীত্ব নিজের কাঁধে তুলে নেয় প্রয়াত হরেন পালের শিষ্য বিকি দাস। বর্তমানে তিনি মন দিয়ে সেই কাজ করে চলেছেন। এভাবেই তিনি তাঁর গুরুকে শ্রদ্ধা জানাতে চান। আমাদের প্রতিনিধি কে বিকি দাস বলেন, হরেন পাল আমাকে নয়নের হাতে কাজ শিখিয়েছেন। তাই নিজেই উনার বাকি প্রতিমা তৈরির দায়িত্ব নিলাম। এখন সেই কাজ চলছে।আশা করি খুব তাড়াতাড়ি পুরো কাজ শেষ করে সময়মতো প্রতিমা মন্ডপে পাঠিয়ে দিতে পারবো।