থানায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের মালিকের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ অক্টোবর’২৩ :
জলপাইগুড়ির ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের বিরূদ্ধে থানায় জমা পরলো প্রতারিত ছাত্রীর লিখিত অভিযোগ। উল্লেখ্য, সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বুকে রমরমিয়ে চলা ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারটি বন্ধ করে দেওয়ার পর থেকেই কার্যত মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল এই ট্রেনিং সেন্টারে বিপুল টাকার বিনিময়ে নার্সিং ট্রেনিং নেওয়া কয়েকশো ছাত্রীর।

এরপর থেকেই কার্যত দিশেহারা হয়ে জেলার বিভিন্ন সরকারি অফিসে নিজেদের প্রতারিত হওয়ার অভিযোগ নিয়ে ছুটতে থাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রীরা। এদিকে সেন্টারটি বন্ধ করে দেওয়ার পর থেকেই সন্ধান পাওয়া যাচ্ছে না শান্তুনু শর্মার।

আরো পড়ুন : কোর্স ফি’র টাকা ফেরৎ দেওয়ার দাবিতে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধারের ফ্ল্যাটে হানা ছাত্রীদের

গতকাল শনিবার দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার দ্বারা প্রতারিত ছাত্রী রুমা বর্মন জলপাইগুড়ি কোতয়ালী থানায় উক্ত নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তুনু শর্মার বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ করার পর সংবাদ মাধ্যমকে জানান, আমরা বুঝতেই পারি নি ওই ট্রেনিং সেন্টারটি ভুয়ো, শান্তনু শর্মা আমাদের কাছে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত! তিনি বলতেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে।

A written complaint has been filed against the owner of the fake nursing training center at the police station

ব্যাঙ্গালোর, কলকাতায় তার সেন্টার আছে। তিনি এত সুন্দর কথা বলতেন যে আমরা সেই কথায় বিশ্বাস করেছিলাম। অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তোলা ছবিও আমাদের দেখাতেন তিনি। কিন্তু এখন জানতে পারছি ওই সেন্টারটি ভুয়ো। তাই আজ আমি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা করেছি শান্তুনু শর্মার বিরুদ্ধে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *