হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ; সমস্যায় জলপাইগুড়ির মৃৎশিল্পীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ অক্টোবর’২৩ : মহাপুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। এরপরই বাঙালী মেতে উঠবে মায়ের আরাধনায়। জলপাইগুড়ি পাল পাড়ায় মৃৎ শিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই। কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ প্রকৃতির এই খেলাতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে মৃৎ শিল্পীদের।

sudden rain sudden sun;  Jalpaiguri potters in trouble

প্লাস্টিকে মুড়িয়ে প্রতিমা বাইরে রেখেছেন মৃৎশিল্পীরা। রোদ বৃষ্টির খেলাতে অসহায় জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। এখন রোদ বৃষ্টির কারণে মৃৎশিল্পীদের কাজে দারুন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বলে জানিয়েছেন তারা। আর তারই জন্য তৈরি হওয়া দুর্গা প্রতিমা গুলো বাইরে শুকোতেৎ প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে। হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে। এক মৃৎশিল্পী বলেন আমাদের কিছুটা হলেও অসুবিধা মধ্যে পড়তে হচ্ছে। তৈরি করা প্রতিমা গুলো এখন বাইরে রেখে তার চারিদিকে প্লাস্টিক ঢেকে রাখা হয়েছে আর তা না হলে সব প্রতিমা গুলো নষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই এখন প্লাস্টিক মুড়ে রাখা হয়েছে। আর বাকি মাত্র কয়েকটা দিন তাই জোর কদমে দুর্গা প্রতিমার কাজ চলছে জলপাইগুড়ির মৃৎশিল্পীদের পাড়াতে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *