পুজোর থিমে সবুজ বাঁচানোর বার্তা শ্যামনগরে

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ অক্টোবর’২৩ : পুজোর থিমে এবার সবুজ বাঁচানোর বার্তা। শ্যামনগর ব্যানার্জি পাড়া বটতলা সম্মিলিত যুবক বৃন্দের ৫৪ তম বর্ষের থিম ‘ সবুজের আশীর্বাদ। জোরকদমে চলছে মন্ডপ সজ্জার কাজ। সুন্দরবন থেকে আগত শিল্পীরা সবুজায়নের ভাবনা তুলে ধরছেন।মন্ডপের ভেতরে সবুজায়নের লক্ষে কাশফুল থেকে শুরু করে ঘাস,গাছ-গাছালির সম্ভার থাকছে।

The message of saving green on the theme of puja is in Shyamnagar

অপরদিকে মন্ডপের বাইরে বৃক্ষছেদনের হাত থেকে প্রকৃতিকে বাঁচানোর লড়াইকে তুলে ধরা হচ্ছে। মন্ডপের বাইরে স্থান পেয়েছে বিশালাকার এক রাখল। শিল্পীরা রাক্ষসকে দিয়ে বোঝাতে চাইছেন উন্নয়নের নামে বৃক্ষছেদন নামক রাক্ষস কিভাবে প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এককথায়, দর্শকদের নজর কারতে এবার অভিনব থিম তুলে ধরতে চলেছে শ্যামনগরের সম্মিলিত যুবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *