সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ অক্টোবর’২৩ : সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা অববাহিকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর মর্টার শেল। কিন্তু ঘটনার পাঁচ দিন পার হয়ে যাওয়ার পরেও জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বেশ কিছু মর্টার শেল পড়ে থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

তাদের বক্তব্য, এলাকার কোথাও রাস্তায় পাশে, কোথাও চাষের জমিতে মিলছে এই শেল। গত চার দিন থেকে একইভাবে ওই বিস্ফোরকগুলি পড়ে আছে। স্থানীয় পঞ্চায়েত মারফৎ পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের পরে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যাওয়ায় জলের তোড়ে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে আসে তিস্তা দিয়ে। যার মধ্যে এই মর্টার শেলগুলিও ছিল।

তিস্তায় ভেসে আসা কাঠ ধরতে গিয়ে না বুঝে স্থানীয়রা ওই শেলগুলিও তুলে আনে। যার ফলে বিস্ফোরণের ঘটনার একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এদিন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রতন বিশ্বাস বলেন, তাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওই মর্টার শেল পরে আছে। যে কারনে এলাকায় আতঙ্কিত তারা। এ নিয়ে বহুবার বলার পরে গতকাল পুলিশ এসেছিল। কিন্তু কোন ব্যবস্থা নেয়নি।

এদিকে এলাকার প্রধান রাস্তার পাশে ওই শেল পড়ে থাকায় স্থানীয় শিশুরাও ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে চাইছে না। স্থানীয় বাসিন্দা খোকন বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের ভাবা উচিৎ। কিছুদিন আগে এই মর্টার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মর্টার শেলের খবর পেয়ে বিবেকানন্দ পল্লী এলাকায় যান যুব তৃনমূলের জেলা সম্পাদক অজয় সাহা। তিনি বলেন, এই ঘটনা কেবল এই এলাকায় নয় তিস্তা পাড়ের বিভিন্ন জায়গা থেকে এই খবর গত দুই তিন দিন থেকেই পাওয়া যাচ্ছে। যারা নদী থেকে ওই শেল তুলেছিল তারা রাস্তার ধারে রেখে যাচ্ছে। সুতরাং প্রশাসন এবং সেনাবাহিনীরকে এই শেলগুলি উদ্ধারে আরো তৎপর হতে হবে।