বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১০ অক্টোবর’২৩ : আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী। সোমবার মাঝরাতে বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এম এন কে রোডে। অভিযোগ, এক দুষ্কৃতী দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকার মানুষজনকে হুমকি দিচ্ছে। বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুনীল দাস নামে এক দুষ্কৃতীকে পাকড়াও করেছে। পুলিশ ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে এর আগেও দুটি ওয়ারেন্ট রয়েছে । তার মধ্যে একটি বরানগর, আরেকটি হাওড়া থানায়।
