সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ অক্টোবর’২৩ : জলপাইগুড়ির ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার ফ্লাটে হানা দিল পুলিশ। ভুয়ো দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের মালিকের খোঁজে জেলা জুড়ে তল্লাশি পুলিশের।

এদিন দুপুরে আচমকাই জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে জলপাইগুড়ির ভুয়ো দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পলাতক মালিকের খোঁজে শহরের দর্জি পাড়ার বিলাসবহুল আবাসনে হানা দেয় পুলিশ। পাশাপাশি দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পলাতক মালিক সান্তনু শর্মার আদি বসত বাড়ি ময়নাগুড়ি থানার মাধব ডাঙ্গা গ্রামের বাড়িতেও হানা দেয় পুলিশ।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে জেলা স্বাস্থ্য দফতর অভিযান চালিয়ে এই ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারটি বন্ধ করে দিয়েছিল। এরপরই এই নার্সিং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা উক্ত দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্নধার শান্তনু শর্মার বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।

যদিও প্রতারিত হওয়া ছাত্রীদের অভিযোগ জমা হতেই জলপাইগুড়ির দর্জি পাড়ার বিলাসবহুল ফ্লাট থেকে সপরিবারে পালিয়ে যান অভিযুক্ত শান্তনু শর্মা। এদিন মঙ্গলবার আচমকাই পুলিশ অভিযুক্ত শান্তনু শর্মার খোঁজে ফ্লাটে হানা দিলেও ফ্ল্যাটের দরজা তালা বন্ধ অবস্থায় দেখে, ফ্ল্যাটে থাকা নিরাপত্তা কর্মী লাল পাসওয়ানকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনা প্রসঙ্গে আবাসনের নিরাপত্তা কর্মী লাল বাবু জানালেন, পুলিস এসেছিলো শান্তনু শর্মার খোঁজ করতে, কিন্তু ওনারা তো পনেরো দিন থেকে লা পাতা।