সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ অক্টোবর’২৩ আজ মহালয়া। দেবী পক্ষের সূচনা। ভাঙাচোরা রাস্তায় হোঁচট খেতে খেতে সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনলো জলপাইগুড়িবাসী। মহালয়া উপলক্ষে এ বছর প্রথম জলপাইগুড়িবাসীকে মহালয়া শোনানানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। বাংলায় মহালয়া আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেন সমার্থক হয়ে গেছে। একসময় মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী না শুনলে যেন মহালয়াই শুরু হতো না। রেডিও এখন অচল হয়ে গেলেও, আজও বহু প্রবীণ মানুষ মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শোনেন। জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন জায়গায় এবার প্রথম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া মাইকের মাধ্যমে শোনানোর উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার।

শহরের সমাজ পাড়া, থানা মোড়, কদমতলা, pwd মোড় ইত্যাদি জায়গায় আজ সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পুর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, আজ দেবী পক্ষের সূচনা। তাই জলপাইগুড়ির আবেগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া জলপাইগুড়িবাসীকে শোনানোর জন্যই মাইক লাগিয়ে মহালয়া শোনানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পুরসভা।