সবুজায়নের উপর ১০ ফিটের কালী প্রতিমা তৈরি করছে জলপাইগুড়ির খুদে শিল্পী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ নভেম্বর’২৩ : দুর্গামূর্তি বানিয়ে তাক লাগানোর পর এবার কালি প্রতিমাতেও তাক লাগাতে চলেছে জলপাইগুড়ির গোমস্তপাড়ার এক খুদে শিল্পী। সেই খুদে শিল্পীর নাম শুভজ্যোতি পাল, শুভজ্যোতি জলপাইগুড়ি জিলা স্কুলের ছাত্র। এবার পরিবেশ বান্ধবের উপর ১০ ফিটের একটি কালী প্রতিমা তৈরি করতে চলছে সে।

বনাঞ্চল কেটে বসতবাড়ি নির্মিত হচ্ছে। যার ফলে পরিবেশের উপর দারুন খারাপ প্রভাব পড়ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর এই পরিবেশ বান্ধবের থিমের উপর কালি প্রতিমা তৈরির কাজ এখন জোর কদমে চলছে।

Small artists of Jalpaiguri are making ink idols on greenery

এই প্রতিমা তৈরি করতে তাকে সাহায্য করছে তার বাবা কৃষ্ণ পাল ও তার ভাই। কয়েকদিন থেকেই এই কাজের সাথে যুক্ত রয়েছে শুভজ্যোতি। তার বাবার সাথে কাজ করার পর এখন নিজেই প্রতিমা তৈরীর কাজ করা শুরু করে দিয়েছে। যদিও তার বাবা কৃষ্ণ পাল বলেন, তিনি চান আগে ছেলে পড়াশোনা শেষ করুক। তারপর বাকি সময়ে প্রতিমা তৈরির কাজ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *