সংবাদদাতা, ময়নাগুড়ি, ১৬ নভেম্বর’২৩ : জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদী ও পুকুর ঘাটগুলোর পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরো দমে চলছে ছট পূজার ঘাট নির্মাণের কাজ। এসজেডিএ’র আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু হল এবছর এই প্রথম। আনুমানিক ২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল, আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে পুরো দমে।

যদিও ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বিহারী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে রামকুমার সা, সঞ্জয় মাহাতোরা বলেন, এই প্রথম ময়নাগুড়ি ছট পূজার ঘাটে এসজেডিএ’র পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে। এই জন্য তাদের পক্ষ থেকে এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে ধন্যবাদ জানান তারা।