সুরক্ষা কবজ পেলো চা বাগানের ভাইয়েরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর’২৩ : ভাইফোঁটা, ভাই দুজ, ভাই টিকা, যে শব্দেই উল্লেখ্য করা হোক এই দিনটিকে তবে তার লক্ষ্য এবং উদ্দেশ্য এক। এই বিশেষ দিনটিতে ভাইদের কপালে ফোঁটা দিয়ে বোনেরা ভাইদের লম্বা আয়ুর সঙ্গে সুস্থ এবং বিপদমুক্ত জীবনের প্রার্থনা যেমন করে সেই সঙ্গে গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা যার প্রকৃত অর্থ সুরক্ষা কবজ।

Tea garden brothers got protection charm

ভাই বোনদের এই প্রাচীণ ঐতিহ্য পালনের ছবি উঠে এলো গতকাল বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত করলাভ্যালি চা বাগানের ডাঙ্গা বা নেপালি লাইনে। শুধুই যে ভাই দুজ তাও নয় ভাই বোনের পবিত্র সম্পর্ককে আনন্দ উচ্ছাসে ভোরে তুলতে সন্ধ্যে হতেই ডাঙ্গা লাইনের মাঠে নাচ গানের সঙ্গে জমে ওঠে একদিনের মেলাও। এই বিশেষ দিনটির জন্য সাড়া বছর অপেক্ষা করে থাকে বিয়ে হয়ে শশুর বাড়ী চলে যাওয়া বোনেরা। এমনই এক বোন লতা লামা এই প্রসঙ্গে জানান আজকের এই দিনটির জন্য সাড়া বছর ধরে অপেক্ষা করি। আজ শশুর বাড়ি থেকে বাপের বাড়ী এসে ভাইয়ের কপালে টিকা দিয়েছি। ভাইদের মঙ্গল কামনায়। অপরদিকে ভাই দুজ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিনয় প্রধান বলেন, আজকের এই বিশেষ দিনটির মূল লক্ষ্য ভাই বোনের অটুট সম্পর্কের সঙ্গে বোনের হাতে টিকা গ্রহন করে জীবনের চলার পথে আসা বাধাবিপত্তির থেকে রক্ষা পেতে সুরক্ষা কবজ ধারণ করা। অন্যদিকে প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন বাগানের ম্যানেজার শান্তুনু বাসু ও যুব তৃণমূলের জেলা সাধারন সম্পাদক রাজু সাহানি। মেলাকে কেন্দ্র করে বাগানের দুর দিগন্ত মানুষ আসতে লক্ষ্য করা যায় প্রতি বছরের মতো এবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *