ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর দিলেন এসজেডিএ’র চেয়ারম্যান

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর’২৩ : ১২ বছর পর বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল। রবিবার ২য় সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে আমেদাবাদে ফাইনাল খেলবে ভারত। আর এই ফাইনাল খেলা দেখা নিয়ে ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর দিলেন এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

SJDA Chairman gave big news for cricket fans

শিলিগুড়ি- জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে (এসজেডিএ) জলপাইগুড়ি শহরে বসতে চলেছে জায়ান্ট স্ক্রিন। জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান ও রাজবাড়ি দিঘি চত্বরে ফাইনাল খেলার দিন বসানো হচ্ছে এই জায়ান্ট স্ক্রিন। যাতে করে ক্রিকেট প্রেমীরা বড় পর্দায় একসাথে অনেকে খেলা দেখতে পারবেন। এই সংবাদ দিয়ে এদিন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান শুধু জলপাইগুড়িতেই নয়, জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়ির এয়ারভিউ মোড়, বিধানমার্কেট, আলিপুরদুয়ারের কলেজ মোড়, মালবাজারের ঘড়িমোড়ে, ময়নাগুড়ি সহ মোট ১২ টি জায়ান্ট স্ক্রিন বসানো হবে। এতে ক্রিকেট প্রেমীরা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা দেখার সুযোগ গ্রহণ করতে পারবেন বলে জানান সৌরভ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *