সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ নভেম্বর’২৩ : আগামীকাল ছটপুজো। এবার ছট ঘাটে থাকছে ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার। আরও থাকছে মেডিকেল টিম।

আর সেই উপলক্ষে ছট ঘাটগুলো পরিদর্শন করছেন জলপাইগুড়ি পুরসভা। তাই এখন জোর কদমে চলছে সেই ঘাটগুলোর লাইট থেকে নদী পরিস্কার ও প্যান্ডেলের কাজ। এই মুহূর্তে কাজ প্রায় শেষ পর্যায়ে। জলপাইগুড়ি পুরসভার পুর ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, পুরসভার তরফে বিভিন্ন ছটঘাটগুলোতে থাকছে সিসি ক্যামেরা। থাকছে নৌকা। সাধারণ ছট ভক্তদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

অন্যদিকে প্রায় ২০০ জন পুণ্যার্থীদের জন্য ছট পুজোর ঘাটের জোরকদমে প্রস্তুতির কাজ চলছে পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির করলা নদীর পাড়ে। উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভা ও পরেশমিত্র কলোনি ছট পূজা ঘাট কমিটির যৌথ উদ্যোগে এই ঘাটের প্রস্তুতি বলে জানা গেছে। পরেশ মিত্র কলোনী ছটপুজা কমিটির সভাপতি দীপঙ্কর ঝাঁ জানান, ছট পুজো উপলক্ষে প্রতি বছরই তারা ঘাটের ব্যবস্থা করে থাকেন। নদীর পাড় পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি মন্ডপ তৈরি করার কাজ করা হয়। আলোকসজ্জা সহ বিভিন্ন কাজ এখানে করা হয় । পুণ্যার্থীদের যাতে কোনও ধরনের অসুবিধা না হয় তার জন্য কমিটির পক্ষ থেকে সব সময় লক্ষ রাখা হয় বলে তিনি জানান।